২৮ মার্চ, ২০১২

মুক্তিযুদ্ধে অবদান রাখা ৫৬৮ জন বিদেশী বন্ধুকে সম্মাননা দেয়া হচ্ছে

Honor crest image for foreign freind of Bangladesh 1971
বিদেশী বন্ধুদের জন্য সম্মানা ক্রেস্ট
মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য বিদেশী বন্ধুদের সম্মাননা দেওয়া হবে। মানুষের চেতনায় লেখা হয়ে যাবে স্বাধীনতার চার দশক পরে কৃতজ্ঞতা জানানোর নতুন ইতিহাস। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৬/০৩/২০১২ তারিখে মোট ৫৬৮ জন বিদেশী বন্ধুর তালিকা প্রকাশ করেছে। এ বন্ধুরা সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। এই তালিকায় ২৫৭ জন ভারতের, রাশিয়ার ৯ জন, যুক্তরাষ্ট্রের ৮৮ জন, পাকিস্তানের ৪১ জন, যুক্তরাজ্যের ৩৯ জন, আয়ারল্যান্ডের তিনজন, বেলজিয়ামের একজন, অস্ট্রেলিয়ার ছয়জন, কানাডার দুজন, কিউবার একজন, ফ্রান্সের ১৬ জন, ভুটানের পাঁচজন, দক্ষিণ কোরিয়ার একজন, মালয়েশিয়ার একজন, জাপানের ১৮ জন, শ্রীলঙ্কার দুজন, নেপালের ১৮ জন, সাবেক যুগোশ্লাভিয়ার দুজন, ভেনিজুয়েলার একজন, নেদারল্যান্ডসের পাঁচজন, নিউজিল্যান্ডের একজন, সুইডেনের দুজন, ডেনমার্কের একজন, আর্জেন্টিনার তিনজন, সুইজারল্যান্ডের আটজন, জার্মানির তিনজন, ইতালির দুজন, হল্যান্ডের একজন এবং ৩১টি সংস্থার নাম রয়েছে।

জনপ্রিয় পোস্টসমূহ